RG কর ও কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের পর এবার গণ ইস্তফা দিলেন NRS হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা। অনুমানিক ১৭ জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন বলে খবর। জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পাশাপাশি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও গণইস্তফা দিয়েছেন।
মঙ্গলবার RG কর হাসপাতালের প্রায় ৫০ জন চিকিৎসক গণ ইস্তফা দিয়েছিলেন। এরপর সরকারকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি তাঁদের ১০ দফা দাবি মেনে নেওয়ার আনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সরকারের তরফে কোনও সদুত্তর না মেলায় গণ ইস্তফা দিয়েছেন তাঁরা। তারপর সেই একই পথে হেঁটেছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসকরা।
এদিকে অভয়া পরিক্রমাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে চাঁদনিচক। আটকে দেওয়া হয় দুটি ম্যাটাডর। আর তার জেরে উত্তেজনা ছড়ায় চাঁদনিচকে।
অন্যদিকে জুনিয়র ডাক্তারদের দাবি মানতে এবার সরকারকে চিঠি দিল নাগরিক সমাজ। শিক্ষা, সিনেমা, আইন, চিকিৎসা মিলিয়ে মোট ৭৫ জন এই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থকে। ইমেল মারফৎ তা পাঠানো হয়েছে নবান্নকে।
রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তায় উন্নতি চেয়ে রাজ্যের সামনে ১০ দফা দাবি রেখেছেন জুনিয়র ডাক্তাররা। গত ৯ অগাস্টের ঘটনার পর থেকেই কার্যত রাস্তায় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সম্প্রতি কর্মবিরতি থেকে সরে এলেও ধর্মতলার অস্থায়ী মঞ্চে জুনিয়র ডাক্তারদের অনশন ৭২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য এবার সরকারের কাছে অনুরোধ করল নাগরিক সমাজ। চিঠির সারবত্তা হল, রাজ্যের সরকারি হাসপাতালের উন্নয়নে জুনিয়র ডাক্তাররা যে ১০ দফা দাবি করেছেন, তা যুক্তিসঙ্গত। নাগরিক সমাজ মনে করেন, এবার এই ইস্যুতে সরকারের আলোচনা শুরু করার প্রয়োজন আছে।