প্রিয় ভোম্বলকে শেষ বিদায়। হিন্দু রীতিনীতি মেনেই করা হল শ্রাদ্ধ অনুষ্ঠান।আমন্ত্রিত ছিলেন পাঁচশো অতিথি। দেড়শো পথচারী। কারণ সকলের ভীষণ প্রিয় ছিল মাত্র ১৩ বছর বয়সী সারমেয় ভোম্বল। আর তার মৃত্যুতেই শোকস্তব্ধ মছলন্দপুর পূর্ব বাজার সমিতি।
জানা গিয়েছে, খুব ছোট অবস্থায় মসলন্দপুর তেঁতুলিয়া রোডে পূর্ব বাজারে ওই সারমেয়র দেখা মেলে। ব্যবসায়ীরা আদর করে নাম দেয় ঘন্টু। তবে প্রত্যেকে তাকে ভোম্বল বলেই ডাকে। প্রতিদিনই ব্যবসায়ীরা খাওয়া-দাওয়া করাতেন ভোম্বলকে।এক সময় ঘরের ছেলেই হয়ে যায় ভোম্বল। বাজারের পাহারাদারের ভূমিকাও পালন করত।
আরও পড়ুন - সল্টলেকে বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক, মূল্য ৩ কোটির বেশি
কিছুদিন আগে প্রতিবেশী এক সারমেয়র আক্রমণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে প্রিয় ভোম্বল।ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছুদিন চিকিৎসা করা হয়। তবে শেষ রক্ষা হয়নি,মৃত্যুর কাছে ভোম্বলকে হার মানতে হয় চলতি মাসের ৬ তারিখে।
প্রিয় ভোম্বলকে হারিয়ে হিন্দু শ্রাস্ত্র মতে ১৫ দিনেই মাথায় করা হয় শ্রাদ্ধ অনুষ্ঠান। এখানেই শেষ করেনি ব্যবসায়ী সমিতি। খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল ভোম্বলের শ্রাদ্ধ অনুষ্ঠানে। মেনুতে ছিল খিচুড়ি, সবজি, তরকারি। একইসঙ্গে বাকি সারমেয়দেরও মাংস ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়।