আবারও খবরের শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Viswa Bharati University)! পড়ুয়াদের মার্কশিট চুরি (Marksheet Stolen) হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের দুই দফতর থেকে। সূত্রের খবর, বিশ্বভারতীর বিনয় ভবনের এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণ প্রক্রিয়া চলাকালীনি মার্কশিট চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
Anjan Dutta web series: সমুদ্র সৈকতে খুন! আসছে অঞ্জন দত্তের নতুন সাসপেন্স থ্রিলার
এর আগে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সংশ্লিষ্ট ভবনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এখনও পুলিশে কোনও অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কড়া নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে চুরির ঘটনা ঘটছে কীভাবে, তাই নিয়ে উঠছে প্রশ্ন,। এই প্রসঙ্গে বিস্কবভারতী কর্তৃপক্ষের তরফে এখনও কোনও বিবৃতি মেলেনি।