বুধবার হাওড়া থেকে বাতিল প্রায় ৩৩টি এক্সপ্রেস ট্রেন । সেই তালিকায় রয়েছে পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস, হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন । সেইসঙ্গে বেশ কিছু লোকাল ট্রেন ও মেমু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। আবার কিছু, ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে । সেগুলি খড়্গপুর পর্যন্ত আসবে । হাওড়া বা শালিমারে আসবে না। এছাড়া, ডাউন ট্রেন দেরিতে আসায় কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন করা হয়েছে । এর জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা ।
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস, ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস, ১৫০২১ শালিমার-গোরখপুর এক্সপ্রেস, ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মুম্বই) মেলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে ।
আরও পড়ুন, Saayoni Ghosh: সিজিওতে অনুপস্থিত , ভোটের দুদিন আগে গলসিতে তৃণমূলের ভোটপ্রচারে সায়নী ঘোষ
বাতিল ট্রেনের তালিকা
১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস
১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস
১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস
২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস
১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস
১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস
১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস
২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)
বাতিল লোকাল ট্রেন
৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল
৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল
৩৮৫০১ হাওড়া-বালিচক লোকাল।
৩৮৭১৭ হাওড়া-খড়্গপুর লোকাল।
৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল।
৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া লোকাল।
৩৮৭১৪ খড়্গপুর-হাওড়া লোকাল।
৩৮৫০২ বালিচক-হাওড়া লোকাল।
৩৮৭০৮ খড়্গপুর-হাওড়া লোকাল।
৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল