শনিবার সন্ধে ৬টায় কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের পাঠানো মেলের জবাবি মেলে এই প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে ৩০ জনের বদলে ১৫ জনকে ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপরেই বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা। কালীঘাটে বৈঠকে যাবেন কিনা তা ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে।
শনিবার ধর্নামঞ্চে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি আন্দোলন তোলার আবেদন করার পাশাপাশি আলোচনারও প্রস্তাব দেন। এরপর জুনিয়র ডাক্তারদের তরফে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয় তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। এবং সেই মর্মে মেলও পাঠানো হয়েছিল।
সেই মেলের জবাবে মনোজ পন্থ জানিয়েছেন, স্বচ্ছতা মেনেই ওই বৈঠক করা হবে। তবে লাইভ স্ট্রিমিংয়ের বিষয়ে কিছু জানানো হয়নি ওই মেলে।