নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষের বিরুদ্ধে ইডির চার্জশিটে নাম জড়ালো রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনের। আদালত সূত্রে আরও খবর, ওই চার্জশিটে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে নিযুক্ত আধিকারিক সুকান্ত আচার্যের। যদিও এই বিষয়টিকে সুকান্ত 'গুজব' বলে উড়িয়ে দিলেও কিছু জানেন না বলে জানিয়েছেন মণীশ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক আধিকারিক এবং তৃণমূল নেতাকর্মীদের নাম জড়িয়েছে। এবার তালিকায় শিক্ষাসচিব মণীশ জৈনের নাম সংযুক্তি তদন্তে অন্য মাত্রা জুড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
আরও পড়ুন- Rishra: রিষড়ায় বোমাবাজির জেরে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন, রাত ১ টার পর স্বাভাবিক হল পরিস্থিতি