টানা ১৪ ঘণ্টা জেরার পর অবশেষে মুক্তি। রাজ্য়ে টেট দুর্নীতি কাণ্ডে বুধবার মধ্য়রাতে ইডির দফতর থেকে বেরোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূলের পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। ইডি সূত্রে খবর, রাত বারোটার কিছু পরে শেষ হয় মানিককে জিজ্ঞাসাবাদ। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ওই সূত্রে দাবি করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্য়ে ফের ডাকা হতে পারে তৃণমূলের এই বিধায়ককে।
গত শুক্রবার কলকাতা-সহ বিভিন্ন জায়গা তল্লাশির সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি। তার ভিত্তিতে বুধবার তাঁকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বেলা বারোটায় হাজিরার নির্দেশ থাকলেও, দু ঘণ্টা আগেই সিজিও কমপ্লেক্সে হাজির হন মানিক ভট্টাচার্য। সেই তখন থেকেই প্রায় মধ্য়রাত পর্যন্ত তৃণমূল বিধায়ককে জেরা করা হয়।
আরও পড়ুন: ভোররাত পর্যন্ত চলল গণনার কাজ, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে ২৭ কোটি ৯০ লক্ষ উদ্ধার
সূত্রের দাবি, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেন ইডির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার সিজিও কমপ্লেক্সে মানিককে তলব করা হয়েছিল। এর আগে স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশ মানিককে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পত্তির হিসাব আদালতে জমা দিতে হয়েছিল।