প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছে। এরপর যাদবপুরের বাড়ি থেকে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এবার বিধানসভায় সশরীরে হাজির হলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গত কয়েক সপ্তাহ ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিল ইডি। পরে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় সিবিআই মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। যদিও মানিক জানিয়েছিলেন তিনি বাড়িতেই আছেন। তদন্তে সহযোগিতাও করছেন। মঙ্গলবার বিধানসভাতেও দেখা যায় তাঁকে।
আরও পড়ুন- Abhishek Banerjee: কলকাতা 'নিরাপদ শহর'-এর তকমা পেতেই অমিত শাহকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
জানা গিয়েছে, মঙ্গলবার দু’টি কমিটির মিটিং ছিল। মানিক ওই কমিটির অফিসে এসেছিলেন। তার পর বৈঠকেও যোগ দেন। পরে উপ মুখ্য-সচেতকের অফিসে কিছুক্ষণ ছিলেন মানিক। কিন্তু সেখান থেকে বেরিয়ে যান।