নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। সোমবার রাতভর জেরার পরে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। মঙ্গলবার একাধিক অভিযোগের ভিত্তিতে প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতার করে ইডি।
ইডি সূত্রে খবর, টেটের খাতায় কোনও কিছু না লিখেও চাকরি পেয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। তার নেপথ্যে মানিকের হাত রয়েছে বলেই অভিযোগ। ২০১৪ সালে মানিকের অঙ্গুলিহেলনেই নাকি চাকরি পেয়েছেন একাধিক অযোগ্য ব্যক্তি। মানিকের নির্দেশেই মেরিট লিস্টেও কারচুপি করা হয় বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের একাংশের। প্রশ্নে ভুল থাকার পরেও সকলের নম্বর বাড়েনি। বেছে বেছে নিজের পছন্দের প্রার্থীদের নম্বর বাড়ানোর অভিযোগ প্রাক্তন পর্ষদ সভাপতির বিরুদ্ধে। অন্যদিকে, রাজ্যের একাধিক সরকারি বি.এড কলেজের পাশাপাশি হঠাৎ গজিয়ে ওঠা বেসরকারি কলেজগুলি থেকেও মোটা টাকা নেওয়ার অভিযোগে বিদ্ধ মানিক।
এসএসসি গ্রুপ-সি নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার হন পার্থ-কল্যাণময়। এসপি সিনহা ও সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয় নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে। তবে পার্থ চট্টোপাধ্যায় ও এসপি সিনহা আবার দুটি মামলাতেই অন্যতম অভিযুক্ত। গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব অশোক সাহাও।