ভোটের মুখে উত্তপ্ত ভাটপাড়া। গুলিবিদ্ধ পিন্টু চৌহান নামে এক যুবক। ঘটনায় নাম জড়িয়েছে তাঁর প্রতিবেশী ও বন্ধু প্রকাশ চৌধুরীর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে বারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে ছুটে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। আসেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।
তৃণমূলের দাবি, গুলিবিদ্ধ যুবক তাঁদের দলের সমর্থক। তাঁর বাবাও শাসকদলের শ্রমিক সংগঠনের ইউনিয়নে যুক্ত। তৃণমূলের দাবি, এর পিছনে বিজেপির হাত আছে। সেই দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। এর পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে নাকি অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মদ খাওয়া নিয়ে দুই বন্ধুর বচসার জেরেই এই ঘটনা। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চলছে।