নদিয়ার নগরউখড়ায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। এই ঘটনার ঠিক ১২ ঘণ্টার মধ্য়েই হরিণঘাটা থানার ওই এলাকা থেকেই আরও এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, মৃতদেহগুলি প্রেমিক-প্রেমিকার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কে চিড় ধরায় 'প্রেমিকা'কে খুন করে আত্মঘাতী হয়েছেন ‘প্রেমিক’।
জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর ওই মহিলাকে পুলিশ হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে চাষের জমিতে কাজ করতে গিয়ে মাঠের মাঝে একটি নিমগাছে এক ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন এক চাষি। স্থানীয়েরা হরিণঘাটা থানায় খবর দেন। পুলিশ এসে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে দেহ ময়নাতন্তের জন্য পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশু দাস। তাঁর সঙ্গে হরিণঘাটার নগরউখড়া-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদা সর্দার পাড়ার অসীমা সিংহ (২৬)-এর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল। স্থানীয়দের দাবি, বিশুকে এড়িয়ে যাচ্ছিলেন অসীমা। পুলিশ মনে করছে, তার জেরেই অসীমাকে খুন করে আত্মঘাতী হয়েছেন বিশু। তবে এই পিছনে জোড়া খুনের পিছনে অন্য কেউ জড়িত কি না, সে সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ।