ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করলেন স্ত্রী'কে। তারপর নিজেই থানায় গিয়ে করলেন আত্মসমর্পণ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির আশিঘরের পূর্ব চয়নপাড়া এলাকা। আশিঘর থানার খুব কাছেই ঘটে এই ঘটনা। যা নিয়ে হুলুস্থুলু পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অনিতা দাস। তাঁর বয়স ৩৫ বছর। অভিযুক্তের নাম অজিত দাস।
স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলা সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। তাঁর পিছনে পিছনে প্রায় ছুটতে ছুটতে আসেন স্বামী অজিত দাস। আশিঘর মোড় পেরিয়ে পুর্ব চয়নপাড়ার একটি গলিতে ঢুকতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন অজিত। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনিতা। ওই ইটের টুকরো নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অজিত।
জানা গিয়েছে, অভিযুক্ত অজিত দাস মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসাও চলছে। স্ত্রী'কে ইট দিয়ে আঘাত করার আগে তাঁর কাছে একটা কোনও কাগজ চাইছিলেন অজিত। তাঁর স্ত্রী অনিতা দাসের ব্যাগ তল্লাশি করে একটি প্রেসক্রিপশন পাওয়া যায়।