সোমবার সাতসকালেই হাতির হামলায় (Elephant Attack) মৃত্যু হল ঝাড়গ্রাম (Jhargram) জেলার একজনের। ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের জারুলিয়া গ্রামে বাড়ির উঠোনে এক ব্যক্তি কে হাতি আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম গণেশ সিং ,বয়স পঞ্চাশের কাছাকাছি। ওই ঘটনার পর এলাকার বাসিন্দারা বনদফতর এর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন ।
হাতির হামলার একের পর এক মৃত্যুর ঘটনা চলছেই ঝাড়্গ্রাম জেলা জুড়ে , ফলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত সপ্তাহেই হাতির হামলায় দু'টি মৃত্যুর ঘটনা ঘটে। রেশ কাটতে না কাটতে সোমবার সকালে আরও একজন বলি হলেন।
হাতির হামলায় মৃত্যুর খবর পেয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা জারুলিয়া গ্রামে যায়। মৃতদেহ টি কে আটকে রেখে গ্রামবাসীরা পুলিশ ও বন দফতরের কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। যার ফলে পুলিশ মৃতদেহ টি উদ্ধার করতে পারেনি।