কাজের জন্য চেন্নাই যাচ্ছিলেন তিন যুবক। হঠাৎ বালাসরে করমন্ডল এক্সপ্রেসে ট্রেন দুর্ঘটনা। ১৫টি কামরা লাইনচ্যূত হয়ে যায়। মৃত্যু একাধিক যাত্রীর। সেই ট্রেনের যাত্রী ছিলেন বীরভূমের সিউড়ি থানার নগরী গ্রাম পঞ্চায়েতের তিন যুবক। ২ যুবকের সন্ধান পাওয়া গেলেও, একজন নিখোঁজ। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তিন যুবকের নাম অনিল ডোম, লাভলু মাল ও মহিম ডোম। তিনজনই চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। ২ দিন আগে গ্রামে অনুষ্ঠান থাকায়, বীরভূমে ফেরেন তিনজন। দুর্ঘটনার সময় বাড়িতে ফোন করে খবর জানান তাঁদের মধ্যে একজন। জানা গিয়েছে, অনিল ও লাভলু সুস্থ আছেন। তাঁরা বাড়ি ফিরে আসছেন। কিন্তু মহিমের কোনও খোঁজ পাওয়া যায়নি।