থানায় ডেকে পিটিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগ উঠেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি, মৃত ব্যক্তিকে মারধর করাই হয়নি। তিনি নিজেই থানায় জ্ঞান হারিয়ে পড়ে যান। তাতেই মাথা ফেটে যায় তাঁর। মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে আসে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
থানায় করা একটি ফেসবুক লাইভের ভিডিওতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি নিথর অবস্থায় থানার মেঝেতে পড়ে রয়েছেন। চোখ খোলা। তাঁর আত্মীয়-স্বজনরা চিৎকার চেঁচামেচি করছেন। পুলিশকর্মীরা চুপ করে বসে আছেন। খানিক বাদে তাঁদের দেখা যায় দেহ তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে।
এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কলেজ স্ট্রিট অবরোধ করেন স্থানীয়রা। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ওসি-র অপসারণ দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে কেনা একটি চুরির ফোন জমা দেওয়ার জন্য থানায় ডেকে পাঠানো হয়েছিল অশোক সাউ নামের ওই ব্যক্তিকে। তিনি পৌনে ৬টায় থানায় আসেন। ৬টা বেজে ৫ মিনিটে তাঁকে ফোনটির বিষয়ে প্রশ্ন করা হয়। ৬টা বেজে ৯ মিনিটে তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে আসেন। ৬টা বেজে ১১ মিনিটে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।