হাওড়ার চ্যাটার্জিহাট সিজন সঙ্ঘ ক্লাবের মণ্ডপ । সোমবারও ঠাকুর দেখতে ভিড় জমেছিল সেখানে । কিন্তু হঠাৎ সেখানে শোরগোল পড়ে যায় । দেখা যায়, কালী ঠাকুরের গায়ে সব গয়না উধাও । পুলিশ আসে, সিসিটিভি-র সৌজন্যে চোরও ধরে । কিন্তু, চুরির করার পদ্ধতি দেখে চোখ কপালে ওঠে পুলিশেরও । কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ । সেটাই বোধ হয় প্রমাণ করে দিলেন ওই অভিযুক্ত ব্যক্তি ।
সিসি ক্যামেরার যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, রাতের বেলা মণ্ডপ ফাঁকা । সেই সময় কালো জামা, কালো ট্রাউজার্সে এক যুবক মণ্ডপে ঢোকে । ঢুকেই কালী মূর্তির সামনে দাঁড়ান তিনি । জোড় হাত করে প্রণাম করেন । এরপরই কালী মূর্তি গা থেকে একের পর এক গয়না খুলতে শুরু করেন ওই ব্যক্তি । যা দেখে হতবাক পুলিশও । ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর কাছ থেকে গয়না উদ্ধার করেছে পুলিশ ।
জানা গিয়েছে, হাওড়ার বোষ্টম পাড়া এলাকায় ওই যুবকের বাড়ি । এলাকার লোকজন তাঁকে চেনে পুটপুট নামে। দুষ্কৃতী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে পুটপুটের বিরুদ্ধে ।