দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে রয়েছেন স্ত্রী। স্বামীর হাজার অনুরোধেও শ্বশুরবাড়ি ফিরতে রাজি হননি মালদহের বাসিন্দা ওই তরুণী। সেই রাগে স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য ইংলিশবাজার থানার কমলাবাড়ি বাঁধাপুকুর এলাকায়। গুরুতর জখম ওই তরুণীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়াও গুরুতর জখম বেশ কয়েকজনকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত টুবাই মণ্ডল শ্বশুরবাড়ি থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা যায়।
জানা গিয়েছে, ভিনরাজ্যে শ্রমিকের কাজ করা টুবাইয়ের সঙ্গে দু'মাস ধরে ঝামেলা চলছিল স্ত্রী নির্মলার। ইদানিং সেই ঝামেলা চরমে ওঠে। শনিবার শ্বশুরবাড়ি চড়াও হয়ে স্ত্রীকে ফেরাতে যায় অভিযুক্ত। বচসা থেকে হাতাহাতির উপক্রম হতেই কুড়ুল বের করে এলোপাথাড়ি কোপানো শুরু করে অভিযুক্ত। ওই তরুণীকে বাঁচাতে গিয়ে আহত হন আরও কয়েকজন।
আরও পড়ুন- Texas Shot Dead: টেক্সাসে রাইফেল নিয়ে হামলা আততায়ীর, গুলিতে ঝাঁঝরা ১ শিশু-সহ ৫ জন