মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে । যার পরিমাণ ১ কোটিরও বেশি । বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে এই সংক্রান্ত একটি চিঠিও দিয়েছেন তিনি । বিপুল পরিমাণ অর্থ কীভাবে মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এল, সেই বিষয়ে তদন্তের আর্জি জানিয়েছেন ওই চিঠিতে ।
জানা গিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৪৪ লক্ষ টাকা জমা পড়েছে । যদিও এই বিষয়ে রাজ্য পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । আনন্দবাজারকে মমতাবালা ঠাকুর জানিয়েছে, সোমবার একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি । সেখানেই গোটা বিষয়টি প্রকাশ্যে আনাবেন বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ । তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের দিকেই আঙুল তুলবেন মমতাবালা ।
চিঠিতে কী লিখেছেন মমতাবালা ঠাকুর ?
মতুয়া মহাসঙ্ঘের উত্তরাধিকার নিয়ে বনগাঁর ঠাকুর পরিবারের বিবাদ সকলেরই জানা । চিঠিতে মমতাবালা দাবি করেছেন, ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ’ আইনত তাঁর ।সাংসদ আরও লেখেন, ‘ওয়েস্ট বেঙ্গল সোসাইটি রেজিস্ট্রেশন’ আইন অনুযায়ী সল্টলেকে একটি দফতর রয়েছে তাঁদের । সেকারণে একটি নির্দিষ্ট ‘প্যান’ অনুযায়ী মতুয়া মহাসঙ্ঘের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আয়ব্যয়ের হিসাব প্রতি বছর আয়কর রিটার্ন হিসেবে জমা দেন তিনি । মমতাবালা ঠাকুরের দাবি, তিনি জানতে পেরেছেন ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অবৈধ’ ভাবে বিপুল অর্থ জমা পড়েছে ।