১০০ দিনের কাজের প্রকল্পে প্রাপ্য মজুরি পাননি বহু মানুষ। অথচ পনেরো দিনের মধ্যেই টাকা জমা হওয়ার কথা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই অভিযোগ জানিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে জানালেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে বাংলার পারফরম্যান্স সবচেয়ে ভাল হওয়া সত্ত্বেও নতুন করে কোনও বরাদ্দ হয়নি। ১০০ দিনের কাজের প্রকল্প অর্থাৎ মনরেগা প্রকল্পের টাকা পাচ্ছে না রাজ্য। তা উল্লেখ করেই বকেয়া চেয়ে চিঠি পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
আরও পড়ুন: রক্ষকই ভক্ষক, মধ্যপ্রদেশে ৬ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন পুলিশকর্মীর
প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী (Modi-Mamata) আর্জি জানিয়েছেন যাতে বিষয়টি নিয়ে তিনি গ্রামোন্নয়ন মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশ দেন।
চিঠিতে মুখ্যমন্ত্রী আবাস যোজনা নিয়েও অভিযোগ জানিয়েছেন। তিনি লিখেছেন, গত চার মাসে ওই তহবিল থেকে বাংলার প্রাপ্য প্রায় সাড়ে ছ’হাজার কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে এ রাজ্যে ওই প্রকল্পে ৩২ লাখ বাড়ি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যগুলির মধ্যে এই ব্যাপারে প্রথম স্থানে আছে। তারপরও বাংলাকে দেওয়া কেন্দ্রের এই টাকা আটকে দেওয়া হয়েছে।