ট্রেন দুর্ঘটনার জেরে সোমবার পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯০। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রেল দুর্ঘটনায় আহতদের দেখতে মঙ্গলবার ফের ওড়িশায় যাচ্ছেন তিনি। সঙ্গে যাবেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। কটক এবং ভুবনেশ্বরে যাবেন তাঁরা।
সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যে ৭৩টি মৃতদেহ রাজ্যে এসে পৌঁছেছে। বাকি দেহ শনাক্ত করার চেষ্টা চলছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার চার মৃত ব্যক্তির দেহ এসে পৌঁছয় কলকাতায়। দ্বিতীয় হুগলি ব্রিজে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।
এদিকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জের। তিন দিনের উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে এই খবর জানানো হয়েছে। ওই সূত্রেই বলা হয়েছে, মূলত কলকাতায় থেকেই তদারকির কাজ দেখতে চান মুখ্যমন্ত্রী।