কেষ্ট বিহীন বীরভূমের ভোট প্রচারে এবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুলাই মাসের প্রথম সপ্তাহেই তাঁর সভা করার কথা। দলীয় সূত্রে এই খবর পাওয়া গেছে।
অনুব্রতর অনুপস্থিতিতে জেলা সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের প্রচারেও তাই বীরভূমে সভা করবেন তুণমূল সুপ্রিমো।
তৃণমূল সূত্রে খবর, ৩ জুলাই বীরভূমে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। খয়রাশোল অথবা দুবরাজপুরে তাঁর সভা করার পরিকল্পনা রয়েছে। যদিও এখনও সভাস্থল ঠিক করা হয়নি বলে জানা গেছে। তবে দুবরাজপুর আসনটি বিজেপির দখলে রয়েছে। রাজনৈতিক মহলের মত, বিজেপির ঘাঁটি থেকেই গেরুয়া উচ্ছেদের ডাক দেবেন মমতা।
অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর মমতা জানিয়েছিলেন কেষ্টর পাশেরয়েছে দল। এমনকী বীরভূমের নেতৃত্বকে কালীঘাটের বাড়িতে ডেকে বৈঠকও করেন মমতা। বিশেষজ্ঞরা মনে করছেন, কেষ্টর অভাব পূরণ করতেই বীরভূমের প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়।