অশান্ত মণিপুরে যেতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখে অনুমতি দিতে অনুরোধ করলেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৯ তারিখ দিল্লিকে চিঠি লিখেছেন তিনি। আর ৩০ তারিখ ওই রাজ্যে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবুও হিংসাপীড়িত ওই রাজ্যের মানুষদের সঙ্গে একবার দেখা করতে চান মমতা। সেই কারণে তিনি চিঠি লিখে অনুমতি চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত কয়েকদিন ধরেই জ্বলছে গোটা রাজ্য। গত কয়েকদিনে একাধিক মানুষ প্রাণও হারিয়েছেন। তারপরেও শান্তি ফেরানোর কোনও পরিকল্পনাই নেই। তাঁর দাবি, ওই রাজ্যে গিয়ে তিনি শান্তির জন্য অনুরোধ করবেন। দেখা করতে চান নিপীড়িত মানুষদের সঙ্গে। কারণ, তাঁর ধারণা, মণিপুর গেলে নিপীড়িত মানুষরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ঘেঁষতে পারবেন না।
মঙ্গলবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, নিহতদের ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য় দেওয়া হবে। রাজ্য ও কেন্দ্র একযোগে সাহায্য করবে। নিহতদের পরিবারের একজনকে চাকরির ঘোষণা করা হয়েছে।