এবার কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে ব্রিজভূষণ সিংহকে গ্রেফতারের দাবি তুললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল হন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তাঁকে নন্দলাল বলেও কটাক্ষ করেন মমতা।
ওই প্রতিবাদ সভায় মুখ্য়মন্ত্রী বলেন, "মোমবাতি মিছিল করে গিয়ে বাপুজির আশীর্বাদ নেব। কুস্তিগীরদের সঙ্গে যা হয়েছে তা সব জগতের মানুষের সঙ্গেই হতে পারে। এটা চলতে দেওয়া যায় না।" এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। আর আইন মানতে হবে। এটা আমাদের স্বাধীনতার লড়াই"
তিনি আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত আইন ছেড়ে কথা বলবে না।