মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে ছিল বৃহস্পতিবার। পাত্রী দীক্ষা ছেত্রী কার্শিয়ং-এর বাসিন্দা। বিয়ে উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সকলেই হাজির কার্শিয়ং-এ। প্রকাশ্যে এল আবেশ-দীক্ষার বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি।
বর-কনের পরনে বিয়ের ট্র্যাডিশনাল পাহাড়ি সাজ। পেশায় চিকিৎসক আবেশের পরনে মেরুন দাওড়া, সুরুওয়াল ও নেপালি টুপি। হাতে কুকরিও রয়েছে। পাত্রী দীক্ষার পরনে গুনিউ চোলি ও লাল বেনারসী শাড়ি।
আবেশ-দীক্ষার বিয়ের ইঙ্গিত অবশ্য স্বয়ং বরের পিসি, মানে মুখ্যমন্ত্রী নিজেই দিয়েছিলেন গত মার্চের উত্তরবঙ্গ সফরে। মমতা বলেছিলেন পাহাড়ের মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে যাবেন তিনি।
মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতে উপস্থিত ছিলেন আরেক ভাইপো অভিষেক এবং ভাইপো পত্নী রুজিরাও।
পারিবারিক সফরে উত্তরবঙ্গে গিয়েও বিয়ের দিন দুপুরেই মমতা পাঙ্খা বাড়ি রোডের একটি চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন।