এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ছড়ার বই পড়তে পারবে কচিকাঁচারা। সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী লেখা ছড়া এবং কবিতার বই রাখা হবে পুরসভার স্কুলগুলির লাইব্রেরিতে।
জানা গিয়েছে, স্কুলের সময়সীমার মধ্যে একটা নির্দিষ্ট সময় ‘লাইব্রেরি ক্লাস’ নেওয়া হবে। সেই সময় বাচ্চারা লাইব্রেরিতেই সময় কাটাবে এবং ওই বইগুলি পড়বে। পুরসভা শিক্ষা বিভাগ জানিয়েছে, সরল ভাষায় লেখা এবং ছবিতে ভরা এই ছোটদের ছড়ার বইগুলি তাদের বই পড়ার আগ্রহকে আরও বাড়িয়ে তুলবে।
কলকাতা পুরসভা মোট ২৪২ টি স্কুলে রয়েছে। বেশ কিছু স্কুলে কম রয়েছে ছাত্রছাত্রীদের সংখ্যা। যার জেরে বেশ কিছু স্কুলকে মিশিয়ে দেওয়া হয়েছে। ফলে, উন্নত হবে পরিকাঠামো এবং পড়াশোনার মান। আর এই স্কুলগুলিতে এতদিন কোনও পাঠাগার ছিল না।
আরও পড়ুন - এবার কি সুকন্যা-অনুব্রত মুখোমুখি ? দিল্লি ডাকা হতে পারে সুকন্যাকে, ইঙ্গিত ইডির
এবার থেকে এই স্কুলগুলিতে পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পাঁচটি স্কুলে লাইব্রেরি তৈরি হয়েছে। সেই খানেই রাখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এইসব ছড়ার বই।