Mamata Banerjee : আজ রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী, আজমের ও পুষ্করে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

Updated : Dec 13, 2022 11:03
|
Editorji News Desk

আজ, মঙ্গলবার রাজস্থান সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন, রাজস্থানের (Rajasthan) আজমের ও পুষ্করে যাওয়ার কথা রয়েছে তাঁর । ইতিমধ্যেই তাঁর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে । মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে  বিশেষ রুট তৈরি করেছে গেহলট সরকার (Ashoke Gehlot) । উল্লেখ্য, সোমবারই দিল্লি যান মুখ্যমন্ত্রী । সেখানে রাষ্ট্রপতি ভবনে জি-২০ সম্মেলন (G20 Summit Meeting) সংক্রান্ত বৈঠকে যোগ দেন । এরপর আজ, রাজস্থান উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ।

মুখ্যমন্ত্রীর আজমের শরিফ ও পুষ্করের যাত্রাপথের পুরোটাই নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজস্থান পুলিশের বিশেষ টিম । মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি তদারকি করতে কলকাতা থেকে পুষ্করে পৌঁছে গিয়েছেন ৫ আধিকারিক । স্থানীয় পুলিশের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছেন তাঁরা । 

আরও পড়ুন, Abhishek Banerjee: তৃণমূলের 'পাখির চোখ' মতুয়া ভোট, ১৭ ডিসেম্বর রাণাঘাট যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
 

উল্লেখ্য, সোমবার দিল্লিতে জি-২০ সম্মেলনে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সেখানে সাফ জানান, দেশের সম্মানের প্রশ্নে কেন্দ্রকে সবরকম সাহায্য করা হবে। ২০২৩ সালে ভারতের জি-২০ সম্মেলনের (G20 Summit) আসর বসবে। আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে কীভাবে দেশের ঐতিহ্যকে তুলে ধরা হবে, কীভাবে অতিথিদের আপ্যায়ন করা হবে, তা নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক হয় । সূত্রের খবর, বৈঠকে ৫ মিনিট বক্তব্যও রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সাংসদ থাকাকালীন বিদেশে অনেক আলোচনাচক্রে অংশ নিয়েছিলেন। এই ধরনের সম্মেলন আয়োজন করার অভিজ্ঞতা আছে। সবরকম ভাবে কেন্দ্রকে সাহায্য করবেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এটা দলীয় কর্মসূচি নয়। এটা দেশের ব্যাপার। দেশের সম্মান আগে।

AjmerRajasthanTMCMamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর