কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল 'এক ব্যক্তি, এক পদ' স্লোগান। তৃণমূল কংগ্রেসের নতুন প্রজন্মের কর্মীদের ওই প্রচার নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। অনেকের দাবি, এর নেপথ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠরা। তবে শনিবার কালীঘাটের বৈঠকের পরেই কার্যত উলটপুরান!
শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে মমতার ছবিতে। সঙ্গে বয়ান- 'দলে শেষ কথা দিদি বলবে'। অনেকেই মমতার (Mamata Banerjee) ছবি পোস্ট করে লিখেছেন, 'আমরা মমতাদির দল করি। মমতাদির লবি করি। আর কিছু জানি না।'
আরও পড়ুন: TMC, Goa Assembly Election: সোমবার গোয়া দখলের যুদ্ধ, অভিষেকের নেতৃত্বে অগ্নিপরীক্ষা তৃণমূলের
কালীঘাটের বৈঠকে দলের রাশ ফের নিজের হাতে নিয়েছেন মমতা। জাতীয় স্তরে সব পদ বিলুপ্ত করেছেন। তারপরেই তাঁর সমর্থনে ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়।