সংখ্যালঘু উন্নয়ন দফতরের (Minority Development Department) দায়িত্ব থেকে সরানো হল গোলাম রব্বানিকে (Golam Rabbani) । এবার থেকে দফতরের দায়িত্ব থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাঁধে । সূত্রের খবর, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় । তাই এই রদবদল করা হয়েছে । পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।
জানা গিয়েছে, দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনই থাকছেন । তবে, গোলাম রব্বানির বদলে এবার থেকে দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী । উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা হাতছাড়া হয়েছে তৃণমূলের । ওই কেন্দ্রে প্রায় ৬৪ শতাংশ সংখ্যালঘু ভোটার । সেখানে তৃণমূল হেরে গিয়েছে । যার পর থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ? সাগরদিঘিতে হারের পর নড়েচড়ে বসে তৃণমূল সরকারও । রাজনৈতিক মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটের কথা মাথায় রেখে রদবদল করেছেন মুখ্যমন্ত্রী ।
আরও পড়ুন, Mamata Banerjee : রাষ্ট্রপতিকে সংবর্ধনা, ধামসা মাদল বাজালেন, আদিবাসী নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী
পর্যবেক্ষকদের একাংশের মতে, ছাত্রনেতা আনিস খানের রহস্য়মৃত্য়ু,বগটুইয়ে সংখ্য়ালঘু সম্প্রদায়ের ১০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ,আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে ৪০ দিন জেলে আটকে রাখার মতো ঘটনায় রাজ্য় রাজনীতিতে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এসব ঘটনাই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ জমা করেছে । যার প্রভাব পড়েছে সাগরদিঘি উপনির্বাচনে ।