পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল । রাজ্যজুড়ে এখন শুধু পুজোর প্রস্তুতি । প্রশাসনিক তরফেও তৎপরতা শুরু হয়েছে । এই আবহে আজ, সোমবার রাজ্যের সব পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তবে এবারের বৈঠক শুধুমাত্র কলকাতা পুজো কমিটিগুলির মধ্য়েই সীমাবদ্ধ থাকছে না, বৈঠকে এবারে ভার্চুয়ালি উপস্থিত থাকবে জেলা পুজো কমিটিগুলিও (Mamata Banerjee Meeting with Durga Puja Committees) । কলকাতা পুলিশের শীর্ষ কর্তা ও জেলাশাসক স্তরের আধিকারিকেরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে ।
এবারের বৈঠকে মূলত নজর থাকবে মুখ্যমন্ত্রীর আর্থিক অনুদান ঘোষণার দিকে । গত কয়েক বছর ধরে কলকাতা-সহ জেলার পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে রাজ্য সরকার । এবারও আর্থিক সাহায্য ভালই মিলবে বলে মনে করছে রাজনৈতিক মহল । কারণ, আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট । সেকথা মাথায় রেখেই এবারও আর্থিক অনুদান ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের । তবে, টাকার অঙ্কের পরিমাণ কত হবে, সে দিকেই তাকিয়ে পুজো কমিটিগুলি । এছাড়া, উৎসবের মরশুম সামাল দিতে পুলিশ প্রশাসনকেও প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
এ বছর ইউনেস্কো পশ্চিমবঙ্গের শারদোৎসবকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান দিয়েছে। তাই সেপ্টেম্বর মাসেই কলকাতায় এক বিরাট র্যালির আয়োজন করেছে নবান্ন । তার আগে পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।