শালবনির নবজোয়ার কর্মসূচিতে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের প্রতীক যে পাবে, সবাইকে তাঁকে সমর্থন করতে হবে। দলের শীর্ষনেতাদের নাম করেও সতর্ক করলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "অনেক সময় দেখা যায়, বিধায়কের একটা মত হচ্ছে, ব্লক সভাপতির আরেক মত হচ্ছে। ভিন্নমত হতেই পারে। দলের সিম্বল যেই পাক, তাঁকে সমর্থন করতে হবে।"
এরপরই দলের নেতাদের নাম করে মমতা হুঁশিয়ারি দেন, "জুন-সুজয়কে বলব, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নাও।" শিউলি সাহাকে নিয়েও বার্তা দেন মুখ্যমন্ত্রী। অজিত মাইতির নাম ধরে তৃণমূল নেত্রী বলেন, তিনি দলের অনেক দিনের সহকর্মী। কেউ কেউ অজিতকে পাত্তা দেয় না। অজিতেরও দোষ আছে। একটু দলবাজি করা স্বভাব আছে।