Mamata Banerjee: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু, মৃতদের বাড়িতে প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য

Updated : Dec 24, 2022 19:03
|
Editorji News Desk

আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এবার মৃতদের বাড়িতে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (West Bengal Gov)। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশে, রবিবার দুপুরে আসানসোল (Asansole) গিয়ে  মৃতের পরিবারের সঙ্গে দেখা করবেন বাণিজ্যমন্ত্রী শশী পাঁজা, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়, জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তা ও যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ।

গত বুধবারের এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, অনুষ্ঠানের কোনও রকম অনুমতি ছিল না। এই ঘটনায় ইতিমধ্যেই ৬ জনকে গ্রফতার করা হয়েছে। এফআইআর করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে।  

পশ্চিম বর্ধমানের আসানসোলে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বল বিতরণ কর্মসূচিতে বুধবার পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু (Stampede in Asansol)হয়। এই মর্মান্তিক ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, এই নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাঁর কথায়, এই কর্মসূচির বিষয়ে যে আসানসোল উত্তর থানার পুলিশকে জানানো হয়েছিল, সেই চিঠির ছবিও পোস্ট করেন শুভেন্দু।

আরও পড়ুন- মাথায় মতুয়া অঙ্ক, রানাঘাটে অবাধ পঞ্চায়েত ভোটের ফের বার্তা অভিষেকের

বিবৃতি প্রকাশ করে শুভেন্দু জানিয়েছেন, তিনি ওই কম্বল বিতরণ কর্মসূচিতে থেকে চলে আসার প্রায় এক ঘণ্টা পর পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর কথা জানতে পারেন, উদ্যোক্তারা তাঁকে জানান, শুভেন্দু চলে আসার পরেই পুলিশি ব্যবস্থাপনা তুলে নেওয়া হয়েছিল, সিভিক ভলান্টিয়ারদেরও সেখান থেকে চলে যেতে বলেছিলেন ঊর্ধ্বতন আধিকারিকরা। যদিও এই ঘটনায় কোনও পক্ষেকে দোষারোপ করেননি শুভেন্দু। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি।

 

AsansolMamataWEST BANGALMamata BanerjeeSuvendu Adhikari

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর