পারিবারিক অনুষ্ঠানে উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে একেবারে হালকা মেজাজে পাওয়া গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তাঁদের সঙ্গে চা পাতা তুললেন, কথা বললেন৷ কেমন করে চা পাতা তুলতে হয়, তা শিখে নিলেন চা শ্রমিকদের কাছ থেকে।
ভাইপোর বিয়ে উপলক্ষে কার্শিয়াঙে গিয়েছেন মমতা। টাউনে হলে রয়েছে বিবাহ অনুষ্ঠান। তার ফাঁকেই দুপুর সওয়া ১টা নাগাদ রিসর্ট থেকে বেরিয়ে পাঙ্খাবাড়ি রোডের চা বাগানের উদ্দেশে রওনা দেন তিনি৷ বাগানে পৌঁছে পরে নেন পাহাড়ি পোশাক। প্রথমে মহিলা শ্রমিকদের থেকে জেনে নেন কেমন করে চা পাতা তুলতে হয়। তারপর নিজেই চা পাতা তুলে রাখতে থাকেন মাথায় বাঁধা ঝুড়িতে।
চা শ্রমিকদের সঙ্গে গল্পগুজব করেন মমতা৷ তাঁদের আয় সম্পর্কে জানতে চান বিশদে। তাঁরা যে জমিতে থাকেন সেখানে তাঁদের পাট্টা আছে কি না জেনে নেন তাও। চা শ্রমিকরা মমতাকে গান শোনান। মুখ্যমন্ত্রীও নিজের লেখা কবিতা শোনান তাঁদের।