করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়া আহত হয়েছেন শতাধিক যাত্রী। বাংলা থেকে ওড়িশায় প্রতিনিধি দল পাঠাচ্ছে রাজ্য সরকার।
মমতা টুইট করে লেখেন- "শালিমার-করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার কবলে পড়ার কথা শুনে আমি স্তম্ভিত। শুক্রবার সন্ধেবেলায় বালেশ্বরের কাছে একটি পণ্যবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গ থেকে যাত্রিবাহী এই ট্রেনটির। আমাদের কয়েক জন মানুষ গুরুতর জখম হয়েছেন। আমরা আমাদের রাজ্যের যাত্রীদের জন্য ওড়িশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। জরুরি ভিত্তিতে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।- যাত্রীদের উদ্ধারকার্যে সহায়তার জন্য আমরা সবরকম চেষ্টা চালাচ্ছি।
ওড়িশা সরকারের সঙ্গে সহযোগিতার জন্য আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ৫-৬ জনের একটি দলকে পাঠাচ্ছি। মুখ্য সচিব এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের সঙ্গে আমি নিজে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি"।