উত্তর সিকিমের (North sikkim) পাহাড়ি এলাকার দু'কূল ভাসিয়ে দিয়েছে তিস্তা। ভেসে গিয়েছেন ২৩ জন সেনা জওয়ান। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর টুইট করে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিকিম প্রশাসনকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, 'প্রয়োজনে সিকিম সরকারকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত রাজ্য। বন্যা পরিস্থিতির কারণে ইতিমধ্যেই কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত পদক্ষেপ করা হয়েছে। এছাড়াও, এই ভয়াবহ দুর্যোগে যাতে কোনও প্রাণহানি না হয়, সেই বিষয়েও কড়া নজরদারি রাখা হচ্ছে।' তিস্তার ফুলেফেঁপে ওঠার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন - ভয়াল আকার ধারণ করেছে তিস্তা, ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন চুংথাম, ২৩ জওয়ানের নিখোঁজ হওয়ার আশঙ্কা
ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে ও ত্রাণসামগ্রীর তদারকির জন্য উত্তরবঙ্গ রওনা দিয়েছেন মন্ত্রিসভার সিনিয়র সদস্য এবং আইএএস আধিকারিকেরা।