পাখির চোখ লোকসভা নির্বাচন । জঙ্গলমহল দিয়ে জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার যাবেন বিজেপির শক্ত ঘাঁটি দুই মেদিনীপুরে । তৃণমূল সূত্রে খবর,মার্চের শুরুতেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা রয়েছে তৃণমূল নেত্রীর ।
তৃণমূল সূত্রে খবর, আগামী ৩ মার্চ পূর্ব মেদিনীপুরের তমলুকে প্রশাসনিক সভা রয়েছে । আর ৪ মার্চ মেদিনীপুর শহরে রয়েছে প্রশাসনিক সভা । উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত । আর পশ্চিম মেদিনীপুরেও বিজেপির শক্ত ঘাঁটি । গত লোকসভা নির্বাচনে দুই জেলাতেই বিজেপি বেশ ভাল ফল করেছিল । তাই লোকসভা নির্বাচনের আগে মমতার মেদিনীপুর সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
বর্তমানে জঙ্গলমহল সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলে পুরুলিয়ায় সভা করেছেন । সেখানে থেকে গিয়েছেন বাঁকুড়ায় । শহরের ভৈরবস্থান মন্দিরে পুজো দিয়েছেন, ঢাক বাজিয়েছেন, জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে । বুধে বাঁকুড়ার খাতড়ায় কর্মসূচি রয়েছে । তারপর বৃহস্পতিবার ঝাড়গ্রামে সভা করে কলকাতায় ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ।