রাজ্যের করোনা (Covid-19) পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন, বুধবার দুপুর সাড়ে তিনটে নবান্ন সভাঘরে বৈঠক করবেন তিনি । বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য সচিব, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলাশাসকরা ।
রাজ্যে করোনা সংক্রমণ একপ্রকার নিয়ন্ত্রণেই রয়েছে । এখনও পর্যন্ত কোনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি । কিন্তু, তারপরেও মুখ্যমন্ত্রীর এই বৈঠক (Mamata Banerjee's Covid-19 meeting) ডাকার কারণ কী ? জানা গিয়েছে, সংক্রমণ যাতে নিয়ন্ত্রণে থাকে, আর যাতে না বাড়ে, সেই বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে । দেশের কোভিড পরিস্থিতি সামান্য উদ্বেগজনক । দিল্লিতে সংক্রমণ বেড়েই চলেছে । তাই এই পরিস্থিতিতে রাজ্যে যাতে সংক্রমণ না বাড়ে, তার আগাম সতর্কতা স্বরূপ এই বৈঠকের আয়োজন করা হয়েছে ।
এদিকে, রাজ্যে করোনা পরিস্থিতি কেমন, তা দেখার জন্য সম্প্রতি একটি সমীক্ষা চালায় স্বাস্থ্য দফতর । তাতে দেখা গিয়েছে, পজিটিভিটি রেট সবথেকে বেশি বসিরহাটে । আক্রান্তের হার শতকরা ১.০৬ শতাংশ । এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা ও পূর্ব মেদিনীপুর, এই চার জায়গায় পজিটিভিটি রেট ০.৪ থেকে ১ শতাংশ । বাকি ২২টি জেলার পজিটিভিটি রেট ০.৪ শতাংশের মধ্যে রয়েছে ।
উল্লেখ্য, মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত (Covid Affected) হয়েছেন ৪৬ জন । গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যুর (Covid Deaths) সংখ্যা শূন্য । রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ । গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৭ জন ।