মেঘালয়ে প্রথমবার লড়েই প্রায় ১৫ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। মাত্র ৬ মাসের মধ্যেই এই অভাবনীয় সাফল্যে খুশি তৃণমূল নেতৃত্ব। বৃহস্পতিবার তৃণমূলকে আশীর্বাদের জন্য মেঘালয়বাসীকে ধন্যবাদ জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী নির্বাচনে আরও ভাল লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু মেঘালয় নয়, ত্রিপুরার ফলাফল নিয়েও এদিন মুখ খোলেন মমতা। উল্লেখ্য, মেঘালয়ে প্রথমবার ভোটে লড়েই বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে তৃণমূল।
ত্রিপুরায় ৬০ আসনের ২৮টি আসনে লড়াই করেছিল তৃণমূল৷ কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ত্রিপুরায় মাত্র ০.৮৮ শতাংশ ভোট পেয়েছে রাজ্যের শাসক দল৷ এমনকি, সেখানে নোটার থেকেও পিছিয়ে তৃণমূল। নোটাতে যেখানে ভোট পড়েছে ১.৩৬ শতাংশ৷ সেখানে তৃণমূল পেয়েছে মাত্র ০.৮৮ শতাংশ ভোট।
আরও পড়ুন- Mamata Banerjee: সাগরদিঘি উপনির্বাচন হারে রাম-বাম-কংগ্রেসকেই দুষলেন মমতা