শালবনিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। তার আগে আচমকাই শালবনি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শালবনির নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল সরেজমিনে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। কোনও অভিযোগ আছে কিনা জানতে চান। মায়েদের অনুরোধে সদ্যোজাতদের নামকরণও করেন মুখ্যমন্ত্রী।
এদিন সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে সব রকম অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম আছে কিনা, তার খোঁজখবর নেন। এরপর প্রসূতি বিভাগে যান মুখ্যমন্ত্রী। বেডে বেডে গিয়ে মা এবং বাচ্চাদের দেখেন। কিছু সদ্যোজাতের বাবার নাম জিজ্ঞাসা করে নামকরণ করেন। মুখ্যমন্ত্রীর ভূমিকায় খুশি সদ্যোজাতের পরিবার। বেরিয়ে আসার আগে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, কোনও সাহায্য লাগলে, তারা যেন সরকারকে জানায়।
হাসপাতাল পরিদর্শনের পরই শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির উদ্দেশে রওনা দেন তিনি।