মা-মাটি-মানুষের সরকার, ২০১১ সালের আগে থেকেই এই স্লোগান মানুষের মুখে মুখে প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বাংলাতে আজও তৃণমূলের কর্মী সমর্থকদের মুখে মুখে ফেরে এই স্লোগান। ২৪ এর লোকসভা ভোটের আগে কি এই স্লোগানকেই সর্বভারতীয় স্তরে পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী?
শুক্রবার কালিম্পংয়ে সরকারি একটি অনুষ্ঠানে, এই স্লোগানের হিন্দি অনুবাদ শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সব শেষে তাঁকে বলতে শোনা যায়, ‘‘জয় হিন্দ, জয় বন্দে মাতরম, জয় বাংলা, জয় দার্জিলিং, জয় কালিম্পং, জয় কার্শিয়াং, জয় মিরিক, জয় হামারা মাদার, হামারা আম্মা, মা, মিট্টি অউর ইনসান।’’
Santiniketan Poushmela : কাটল জট, শান্তিনিকেতনে হচ্ছে পৌষমেলা, তবে...
মূলত উত্তরবঙ্গের অবাঙালি শ্রোতাদের জন্যই কি মা-মিট্টি-ইনসান? বিশেষজ্ঞ মহলের দাবি, লোকসভা ভোটের আগে বাংলার ‘মা-মাটি-মানুষ’এরই সর্বভারতীয় রূপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।