একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই দাবিতে আম্বেদকর মূর্তির পাদদেশে দু'দিনের ধর্না-অবস্থান শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার দুপুর ১২টা বাজতেই অবস্থান মঞ্চে পৌঁছে যান তৃণমূল নেত্রী। তাঁর সঙ্গেই মঞ্চে রয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা সহ তৃণমূলের একাধিক বিধায়ক-সাংসদ। মমতার লেখা কবিতা, গানের সুরে মুখরিত হচ্ছে রেড রোডের ধর্নামঞ্চ।