দিল্লির ঘটনায় নিজের এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লিখেছেন, 'আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার ও অশুভ দিন। বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা এবং গরীব মানুষের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ্যে এসেছে।' মমতার অভিযোগ, দিল্লির ঘটনায় গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন ঘটেছে।
মুখ্যমন্ত্রী লিখেছেন, 'কেন্দ্রীয় সরকার বাংলার গরীব মানুষের জন্য বরাদ্দ টাকা আটকে রেখেছে। আমাদের প্রতিনিধি দল দিল্লিতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করে রাজ্যের মানুষের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল৷ কিন্তু তাদের সঙ্গে প্রথমে রাজঘাটে এবং পরে কৃষিভবনে নির্মম আচরণ করা হয়েছে।'
মমতা অভিযোগ করেছেন, বিজেপির সহযোগী হিসাবে কাজ করেছে দিল্লি পুলিশ। তারা তৃণমূলের প্রতিনিধিদের নির্লজ্জ ভাবে হেনস্থা করেছে। জোর করে অবস্থান থেকে তুলে অপরাধীদের মতো পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে। মমতার দাবি, তৃণমূলের জনপ্রতিনিধিরা ক্ষমতার সামনে সত্যি বলার সাহস দেখিয়েছিলেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপির ঔদ্ধত্য সীমাহীন। অহংকার তাদের অন্ধ করে দিয়েছে। বাংলার কণ্ঠস্বরকে দমন করতে তারা এখন সব সীমা অতিক্রম করেছে!'
পোস্টের শেষে রবীন্দ্রনাথের গানের অংশ একটু বদলে তিনি লিখেছেন, 'কিন্তু আমরা ভয় করব না ভয় করব না, দু’বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।'