শেয়ার বাজারে ধস নিয়ে এবার কেন্দ্রকে আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এভাবেই কেন্দ্রের বিজেপি সরকারকে(BJP Govt.) আক্রমণ করে বসেন তিনি।
এদিনের মঞ্চ থেকে বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "বাজেটে(Union Budget 2023) বেকারদের জন্য কোনও ঘোষণা নেই। ভোটের আগে ক্ষমতা দেখাচ্ছে বিজেপি(Mamata Banerjee slams BJP Govt.)। কাল সরকার পড়ে যাচ্ছিল। শেয়ার বাজারে(Share Market) ধস নেমেছিল। ফোন করে শেয়ার কেনার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের শেয়ার(Indian Share Market) পড়ে যাচ্ছিল তাদের বাঁচাতে ফোন করে ছ-আটজনকে ফোন করে। কাউকে বলেছে ২০ হাজার কোটি টাকা দাও। সবার থেকে টাকা চাইছিল, আমরা জানি তারা কারা, নাম বলতে চাই না।"
আরও পড়ুন- Hardik Pandya: 'আমিই দলের মালিক', সিরিজ জয়ের পর রোহিতের কথা কি ভুলে গেলেন হার্দিক পান্ডিয়া!
পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে একগুচ্ছ নয়া প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, পূর্ব বর্ধমানে প্রথম ফরেনসিক ল্যাব(Forensic Lab in East Burdwan) তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।