২১-এর মঞ্চ থেকে জিএসটি ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । 'আমাদের মুড়ি ফেরাও, নইলে বিজেপি বিদায় নাও', এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন নেত্রী (Mamata Banerjee Slams BJP on GST issue) । মুড়ির উপর কেন্দ্রীয় সরকার যে জিএসটি প্রয়োগ করেছে, সেই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মমতা ।
মুড়িতে জিএসটি প্রয়োগ ইস্যুতে মমতার প্রতিবাদ ছিল অভিনব । বিজেপির বিরুদ্ধে যখন একের পর এক ইস্যুতে শান দিচ্ছেন তাঁর বক্তৃতায় , ঠিক তখনই বক্তৃতার মাঝে সমাবেশে আসা কর্মী সমর্থকদের থেকে মুড়ি চেয়ে নেন তিনি । ফিরহাদ হাকিম, মুড়ির বস্তা নিয়ে আসেন মমতার কাছে । এরপর বস্তা থেকে একটি ট্রেতে মুড়ি ঢালেন মুখ্যমন্ত্রী । সেই মুড়ির পাত্র হাতে নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন,“মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না । আমাদের মুড়ি ফেরাও, নাহলে বিজেপি বিদায় নাও।” স্পষ্ট জানিয়ে দেন, মুড়ি খেয়েই বেঁচে থাকে বাংলার মানুষ ।
আরও পড়ুন, 21st July Sahid Diwas: 'সিপিএমের ছেলেরা পার্টি করবে, বউরা শিক্ষকতা করবেন', বিস্ফোরক তৃণমূল নেত্রী
এরপরেই মমতার প্রশ্ন, "মানুষ খাবে কী ? মিষ্টিতেও জিএসটি ? চিড়েতেও জিএসটি ? দইতেও জিএসটি ? লস্যিতেও জিএসটি ? নকুলদানাতেও জিএসটি ? " পাশাপাশি, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও বিজেপিকে আক্রমণ করেন তিনি ।