এবার সম্পত্তিবৃদ্ধি মামলায় নাম জড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta HC)। ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। কীভাবে এই বৃদ্ধি, তা জানতে চেয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তাঁর হয়ে মামলা দায়ের করেছেন বিজেপি (BJP) নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
সোমবার এই মামলার খবর পেয়ে পালটা দিলেন মুখ্যমন্ত্রী। মেয়ো রোডে টিএমসিপির (TMCP)প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে তিনি বলেন, ”আমি কেন্দ্রীয় মন্ত্রী থাকার সুবাদে এক লক্ষ টাকা করে পেনশন পেতাম, এক পয়সাও নিইনি। এখনও মাইনে নিই না, এমনকী খুব দরকার ছাড়া সরকারি গাড়ি চড়ারও কোনও দরকার হয় না। এই মামলা এখানে কেন, এই মামলা আন্তর্জাতিক আদালতে হোক।”
আরও পড়ুন- Mamata Banerjee: কত চাকরি হয়েছে! নিয়োগ দুর্নীতি নিয়ে বামেদের কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিন মমতার এ কথা শুনে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করছেন, দিদি কৌশলেই আগ্রাসী হয়েছেন। পার্থ-অনুব্রত কাণ্ডে মমতার ব্যক্তিগত সততা নিয়ে যখন অনেকে প্রশ্ন তুলতে চাইছেন, তখন দিদি স্পষ্ট করে দিতে চেয়েছেন তাঁর নিষ্ঠা ও সততা প্রশ্নাতীত। অন্যের দুর্নীতি তাঁর গায়ে চাপিয়ে দেওয়া যাবে না।