বন্যায় গোটা রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮ জনের। বীরভূমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের প্রত্যেকের পরিবার পিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
গত কয়েকদিন ধরে DVC-র জল ছাড়ার ফলে প্লাবিত হয়েছে দক্ষিণবঙ্গের একাংশ। পূর্ব বর্ধমান, বীরভূম, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন এলাকার প্রায় ১০ থেকে ১২ ফুট উচ্চতা পর্যন্ত জলস্তর বৃদ্ধি পেয়েছে।
কী বললেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "বন্যায় ২৮ জন মারা গিয়েছে। তাঁদের পরিবারকেও ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এবং বিনা চিকিৎসায় যে ২৯ জন মারা গিয়েছে তাঁদের পরিবারকেও ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো তাদের কাছে খুবই নগন্য। কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানো সরকারের তরফে সামান্য কন্ট্রিবিউশন।"