কোচবিহারে তৃণমূল কর্মী খুনে বাংলাদেশি সীমান্তবর্তী এলাকার দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বাংলাদেশের বর্ডার থেকে দুষ্কৃতীরা এসে খুন করেছেন কোচবিহারের তৃণমূল কর্মীকে। মঙ্গলবার জলপাইগুড়ির সভামঞ্চ থেকে একথা জানালেন তৃণমূল নেত্রী। ঘটনার তদন্ত হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে দিনহাটায় খুন এক তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনার সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ করেছিলেন দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ। তাঁর বক্তব্যেই এবার সিলমোহর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা আজ সভা মঞ্চে বলেন, "BSF এর গুলিতে আগে অনেকেই মারা গেছে। আমি BSF কে মনে করিনা সবাই খারাপ। শুধু বলব ইনডিপেন্ডেটলি কাজ করার জন্য।" এরসঙ্গে তিনি আরও বলেন, "আজকেও সকালে আমি শুনেছি কোচবিহারে বাংলাদেশের বর্ডার থেকে এসে গুলি চালিয়ে একজনকে মেরে দেওয়া হয়েছে। আমরা অ্য়াকশন নিচ্ছি।"