প্রায় চার দিন পর যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিপিআইএমকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,গ্রামবাংলার পড়ুয়াদের উপর অত্যাচার করা নিজেদের অধিকার বলে মনে করছে সিপিআই এম।
স্বাধীনতা দিবসের আগে বেহালায় একটি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর প্রসঙ্গ উঠে আসে। ওই ঘটনার জন্য সরাসরি মার্কসবাদীদের দায়ী করলেন তিনি। তিনি বলেন, "ওখানে কয়েকটা সিপিআইএম আছে। তারা মনে করে, নতুন ছেলেমেয়ে গ্রামবাংলা থেকে এলে তাদের উপর অত্যাচার করা তাদের অধিকার রয়েছে।"
পাশাপাশি নৃশংস অত্যাচারের প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। তিনি বলেন, "এমন অত্যাচার করা হয়েছে যে জামা, কাপড় পর্যন্ত খুলে নিচ্ছে।"