জিএসটি ইস্যুতে কেন্দ্রকে সমর্থন করা ভুল হয়েছে। মঙ্গলবার সিঙ্গুরের অনুষ্ঠান মঞ্চ থেকে স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রাথমিকভাবে এই বিষয়টিকে ভাল মনে হলেও তার ফায়দা নিচ্ছে কেন্দ্র সরকার। এই জিএসটির মাধ্যমে রাজ্যগুলিকে বঞ্চিত করে সব টাকা নিয়ে নিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার সিঙ্গুরের রাস্তাশ্রী-পথশ্রী উদ্বোধন মঞ্চে দাঁড়িয়ে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।