INDIA জোটের বৈঠক নিয়ে ফোনে কথা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে। বুধবার এই বিষয়ে বিস্তারিত জানালেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁদের দুজনের মধ্যে ফোনে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রথমে ৬ ডিসেম্বর INDIA জোটের বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওই বৈঠকের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। ফলে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছিলেন তিনি। যদিও ৬ ডিসেম্বরের বৈঠক বাতিল করা হয়েছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে ওই বৈঠক হতে পারে।
এবিষয়ে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "পরশুদিন রাহুল গান্ধি আমাকে ফোন করেছিলেন। বৈঠক নিয়ে কথা হয়েছে। আমি তাঁকে জানাই যে আমাকে কেউ জানায়নি। আগে থেকে কর্মসূচি থাকায় উত্তরবঙ্গে রয়েছি।"