আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকারকে গদিচ্যূত করতে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে রাজি তৃণমূল। বিজেপি বিরোধী জোট প্রসঙ্গে এমনই জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কংগ্রসের নীতিকে কটাক্ষ করলেন। জানালেন, কংগ্রেসকেও আঞ্চলিক দলগুলিকে সমর্থন করতে হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে ওদের সমর্থন করব। কোনও সমস্যা নেই। তবে ওদেরও অন্য দলকে সমর্থন করা উচিত।" এরপরই কর্নাটকে কংগ্রেসের প্রসঙ্গ টেনে মমতা বলেন, "আমরা কর্নাটককে সমর্থন করব। অথচ আপনারা রোজ আমাদের সঙ্গে লড়াই করবেন, এটা তো ঠিক নীতি নয়।"